We are The Common People ও Hello Kolkata-র উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক উচ্ছ্বাসে রঙিন উদযাপন
"হে নবীন এসো আলোর মিছিলে" এই শ্লোগান নিয়ে বাঙুর কলকাকলী মঞ্চে ছাত্র- যুবদের দাবা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৩ অনুষ্ঠিত হল, We are The Common People ও Hello Kolkata এর উদ্যোগে ।
শুক্রবার (১৬ মার্চ) এই অনুষ্ঠানের দাবা প্রতিযোগীতায় আয়োজকদের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এশিয়ান গেমস এ সোনাজয়ী অতনু লাহিড়ী। গোটা খেলার প্রতিযোগিতা ইভেন্টটি পরিচালনা করেন আনন্দলাল ব্যানার্জী ও অন্তরীপ।
অপরদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শুভ রায় ,গৌরব শিউলী প্রমুখ, মুকাভিনয়ে ছিলেন দীপ মুখার্জী, নৃত্যে অনুদীপা মুখার্জী, শ্রুতি নাটকে সুদীপ পাঠক, কবিতা পাঠে স্বর্ণালী মন্ডল, সেবা গুপ্ত, স্বস্তি চ্যাটার্জী, রাখী ব্যানার্জী রায় প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন আশীষ বসাক।
Edited By
Swarnali Goswami
Comments