top of page

BBC-র বিরুদ্ধে FEMA কেস ফাইল করে তদন্ত শুরু করল ED


১৩ এপ্রিল: বিবিসি-র বিরুদ্ধে তদন্ত শুরু করল ED। ওই সংস্থার বিরুদ্ধে FEMA কেস ফাইল করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বিদেশ থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে উঠেছে বিবিসি-র বিরুদ্ধে। সেইসঙ্গে ওই সংস্থার একাধিক আধিকারিককে নথি এবং বয়ান রেকর্ডের জন্য ইডি ডেকেছে বলে সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে পিটিআই।

ইডি-র তরফে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে ইতিমধ্যেই৷ সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যমে কয়েকজন কর্তাকে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের থেকে নথি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই দিল্লিতে বিবিসি ইন্ডিয়ার সদর দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর৷ বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসির একটি বিতর্কিত তথ্যচিত্রের পর সেই ‘সমীক্ষা’-র কারণে ভারত সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তোলা হয়েছিল। তাই নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল সেই সময়।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page