৫ মার্চ বসন্ত উৎসব পালিত হল কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে

কলকাতা, ৬ মার্চ: কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে কাঁটাপুকুর মাঠে ৫ মার্চ পালন করা হল বসন্ত উৎসব। We Are The Common People এর উদ্যোগে আবির খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বসন্ত উৎসব।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আকাশ রায় ও স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছাত্রীরা এবং বাংলা ব্যান্ড যসুস, গৌরব শিউলি সহ বিভিন্ন শিল্পীরা।
Edited By
Swarnali Goswami
Comments