top of page

২৭ বছর পর বিজেপির দিল্লি জয়





৮ ফেব্রুয়ারি, ২০২৫: ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে দিল্লি জয় করল বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার মতো আপ হেভিওয়েটরা কড়া লড়াইয়ের সম্মুখীন হয়ে হেরে গিয়েছেন। অপরদিকে কংগ্রেস এবারও প্রায় ‘অপ্রাসঙ্গিক’ দিল্লিতে। বিজেপি এই নির্বাচনে ৪৮টি আসনে জিতেছে, আপ জিতেছে ২২টিতে। যদিও নিজের আসন ধরে রেখেছেন অতিশী। দিল্লিতে আপকে হারিয়ে মোদী বললেন, ‘জনশক্তি সর্বশ্রেষ্ঠ! উন্নয়নের জয় হল। সুশাসনের জয় হল। বিজেপিকে এই অভাবনীয় এবং ঐতিহাসিক জনাদেশ দেওয়ার জন্য দিল্লির প্রিয় বোন ও ভাইদের কাছে মাথানত করছি। এই আশীর্বাদ পেয়ে আমরা গর্বিত।’

ভোটে হেরে গেলেও দিল্লির আপ কর্মীদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন কেজরী। আগামী দিনে দিল্লিতে তাঁরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন, রাজনীতিতে কোনও লাভের উদ্দেশ্য নিয়ে আসেননি, জানালেন অরবিন্দ। নিজের এক্স হ‍্যান্ডেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ‍্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভিডিও বার্তায় বিজেপিকে জয়ের জন‍্য অভিনন্দন জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ফলাফলে কার্যত ধরাশায়ী আপ। নতুন দিল্লি বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ উল্লেখজনকভাবে পরভেশ ভার্মার কাছে ৪০৮৯ ভোটে পরাজিত হয়েছেন কেজরিওয়াল৷ সেখানে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত (প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র) পেয়েছেন ৪৫৬৮টি ভোট।

রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন, আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট হলে এই নয়াদিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়ালের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত৷ এছাড়াও ৪৫ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ ৪৮টি আসনে জয় পেয়েছে তারা৷ অন্যদিকে আপ পেয়েছে মাত্র ২২টি আসন৷ আসন সংখ্যার নিরিখে বিজেপি-র সঙ্গে আপ-এর ব্যবধান অনেকটা বেশি হলেও ভোট শতাংশের নিরিখে পদ্ম শিবিরের তুলনায় মাত্র ২ শতাংশ ভোট কম পেয়েছে আপ৷ মোট ৪৩ শতাংশ ভোট পেয়েছে আপ, যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৬ শতাংশ ভোট। ফলে সার্বিক ভাবেও আপ-কংগ্রেস জোট হলে দিল্লির ভোটের ফলও অনেকটাই অন্যরকম হত, এমনটাই মত বিশেষজ্ঞদের৷

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page