১৩ জন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা
কলকাতা, ২৭ সেপ্টেম্বর, ২০২৪: আরজি কর মেডিকেল হাসপাতালের ১৩ জন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত কমিটিকে তদন্তের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কমিটির কাছেই রিপোর্ট চাওয়া হয়েছে। এই বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে কমিটিতে, সেখানে বলা হয়েছে, বিভিন্ন সময় আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ও পড়ুয়াদের কাছ থেকে কর্তৃপক্ষ এই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। আরজি কর কর্তৃপক্ষের নির্দেশ, এই ১৩ জনের বিরুদ্ধে যে তথ্য পাওয়া যাবে, তা রিপোর্ট হিসাবে তুলে দিতে হবে। এছাড়াও বলা হয়েছে, এঁদের বিরুদ্ধে পাওয়া নথিও জমা দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
আজ নবান্নে স্বাস্থ্য বৈঠক হল। বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। ছিলেন বিভাগীয় প্রধান, সিএমওএইচ, বিএমওএইচ। জেলাশাসক এবং পুলিশসুপারদের নিয়েও এই বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রেস্টরুম, ওয়াশরুম, সিসিটিভির জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি থাকা। এবার থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরাই। নিরাপত্তা নিয়ে সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে পরিকাঠামোর উন্নয়নের জন্য। বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বলা হয়েছে। রোগী কল্যাণ সমিতির সদস্য হিসাবে থাকবেন এমএসভিপি। একজন জুনিয়র ডাক্তার, একজন সিনিয়র ডাক্তার বা বিভাগীয় প্রধান, সিস্টারের তরফে একজন। থাকবেন একজন করে পাবলিক রিপ্রেজেন্টেটিভ। তাঁরাই হাসপাতালের দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে আরজি কর-কাণ্ডে বিচার, হাসপাতালে নিরাপত্তা ও পরিকাঠামোগত দিকগুলি নিয়ে আন্দোলনের আগামীর রূপরেখা কী হবে? তা স্থির করতে শুক্রবার একটি গণ কনভেনশন আয়োজন করছেন জুনিয়র ডাক্তারেরা। এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে বিকাল ৪টে থেকে শুরু হবে এই কর্মসূচি। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’ সূত্রে খবর, আগামীর কর্মসূচি স্থির করার পাশাপাশি হাসপাতালে হাসপাতালে থ্রেট কালচার নিয়েও কথা হবে শুক্রের কর্মসূচিতে। ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, সরকারের তরফে পাওয়া প্রতিশ্রুতিগুলি কার্যকর হওয়ার পথে কতটা এগিয়েছে— তা নিয়েও আলোচনা হবে।
রাজ্যের ২৩টি সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের মঞ্চ ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’-এর প্রতিনিধিরা থাকবেন এই কনভেনশনে। পাশাপাশি যে বিশিষ্টজনেরা শুরু থেকে আন্দোলনের পাশে থেকেছেন, তাঁদেরও কাউকে কাউকে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া কয়েক জন সিনিয়র ডাক্তারকেও আমন্ত্রণ জানানো হবে। সব মিলিয়ে ২৫-৩০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে খবর।
Commentaires