top of page

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ভরত দেববর্মা




কলকাতা, ১৯ নভেম্বর, ২০২৪: দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ভরত দেব বর্মা। বয়স হয়েছিল (আনুমানিক) ৮৩ বছর। সকালে দিল্লিতে ছিলেন মুনমুন সেন। তার মাঝেই দুঃসংবাদ। বাইরে ছিলেন কন্যা রাইমাও। বিকেল ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন তাঁরা। তখন বাবার মরদেহের পাশে বসে ছোট মেয়ে রিয়া। এদিন সকালে শরীরে অস্বস্তিবোধ করেন ভরতবাবু। দ্রুত খবর যায় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে, সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ।

১৯৭৮ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুনমুন সেন ও ভরত দেব বর্মা৷ নিজে দাঁড়িয়ে মেয়েকে ভরতের হাতে তুলে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন৷ ৪৬ বছরের দাম্পত্যে মুনমুনকে একা রেখেই না ফেরার দেশে পাড়ি দিলেন ভরত৷ পিতৃহারা হলেন মুনমুনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন৷ বাবাকে হারিয়ে শোকে পাথর দুই কন্যা৷ স্বামীর মৃত্যুর সময়ে পাশে থাকতে পারলেন না মুনমুন সেন৷ পারিবারিক সিদ্ধান্ত নিয়ে ভারত দেব বর্মার শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিন ভরত দেব বর্মার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন তিনি। তিনি জানান, 'এটা বিরাট ক্ষতি, হঠাৎ করেই মারা গেছে। আমি নিজে একজন শুভাকাঙ্খী, একজন আত্মীয়কে হারালাম।’

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page