top of page

স্পেশাল বেডে দেওয়া হয়েছে সইফকে, সকালে হেঁটেওছেন, তবে থাকতে হবে সাবধানে




১৭ জানুয়ারি, ২০২৫: আইসিইউ থেকে স্পেশাল বেডে দেওয়া হয়েছে সইফ আলি খানকে। সকালে কিছুটা হাঁটাচলাও করেন তিনি। তবে এখনও যথেষ্ট সাবধানে থাকতে হবে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বিপদসীমার বাইরে। কিন্তু অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা রয়ে যাচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি চিকিৎসকদের তরফে।

চিকিৎসকদের কথায়, ‘উনি এখন ভালো আছেন। ওঁর সব প্যারামিটার ঠিক আছে। ওঁকে আইসিইউ থেকে স্পেশাল রুমে শিফট করা হয়েছে। আজ ওঁর সঙ্গে তেমন ভাবে কাউকে আমরা দেখা করতে দিচ্ছি না, আজ ওঁকে হাঁটিয়েছি। ওঁর হাঁটতে কোনও অসুবিধা হয়নি। তেমন ব্যথা বা অন্য কোনও উপসর্গ নেই। তবে আমরা ওঁকে বলেছি যে অন্তত কিছুদিনের জন্য যেন তিনি বিশ্রাম নেন। নইলে পিঠের ক্ষততে ইনফেকশন হতে পারে। এছাড়া ওঁর বেশি নড়াচড়া করাও নিষেধ করো হয়েছে অন্তত সপ্তাহখানেকের জন্য। কারণ ওঁর শিরদাঁড়ায় আঘাত লেগেছিল, যেখান থেকে একটা ফ্লুইড বেরিয়ে আসছিল।

লীলাবতী হাসপাতালের তরফে অ্যানাস্থেসিয়োলজিস্ট নিশা গান্ধী জানান, শিরদাঁড়ার আঘাত খুবই গভীর ছিল। অল্পের জন্য বেঁচেছেন সইফ। ‘সেন্ট্রাল নার্ভাস সিস্টেম’ (কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র) থেকে মাত্র ২ মিলিমিটার দূরে ছুরিকাঘাত করেছিল দুষ্কৃতী। অভিনেতা পক্ষাঘাতে আক্রান্ত হতে পারতেন।

১৫ জানুয়ারি ভোরে ডাকাতদের আটকাতে গিয়ে সইফ আহত হন। যখন ডাকাতরা আসে তখন সইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বিষয়টা টের পেয়ে অভিনেতা ডাকাতদের বাধা দিতে গেলে, তাদের সঙ্গে ধস্তাধস্তির জড়িয়ে পড়েন। সেই সময়ই সইফকে ছুরিকাঘাত করা হয়। এর ফলে গুরুতর জখম হন অভিনেতা। তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

留言

評等為 0(最高為 5 顆星)。
暫無評等

新增評等

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page