সিকিমে আজ সোমবার পর্যটকদের নামানোর ব্যবস্থা শুরু হয়েছে
- The Conveyor
- Jun 2
- 1 min read

২ জুন, ২০২৫: উত্তর সিকিমের লাচেন ও লাচুংয়ে প্রবল বৃষ্টির ফলে ধস নেমে বন্ধ সড়ক যোগাযোগ। আটকে হাজারেরও বেশি পর্যটক। দুই জায়গায় আটকে রয়েছেন প্রায় ১৫০০ পর্যটক। প্রশাসন আপাতত হোটেলেই থাকতে বলেছে পর্যটকদের। রবিবার সন্ধ্যায় সিকিমের ছাতেনে ধস নেমে একটি সেনাক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়। নিখোঁজ ছয় জওয়ান। প্রায় ২৪ ঘণ্টা পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। মোবাইল নেটওয়ার্কও ছিল বিপর্যস্ত।
তবে সোমবার সকাল থেকে লাচুঙে আটকে থাকা পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হয়েছে। সোমবার সকালে বৃষ্টি কিছুটা ধরে আসতেই ওই পর্যটকদের ধাপে ধাপে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আটক পর্যটকদের উদ্ধার করতে তৎপর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা। পর্যটকদের উপদ্রুত এলাকা থেকে সরিয়ে আনতে বিকল্প পথ এবং উপায় খুঁজছে প্রশাসনও। তবে পর্যটকদের উদ্ধারে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছেন লাচুং হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যেরাও। একাধিট ট্যুর এজেন্সি, স্থানীয় গাড়ি চালকদের সংস্থা, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্স, বর্ডার রোড অর্গানাইজেশন, বন দফতর, ভারতীয় সেনা, সিকিম পুলিশ, প্রশাসন সহ বিভিন্ন এজেন্সি পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিয়েছে। সিকিমের সাধারণ মানুষও পর্যটকদের উদ্ধারে এগিয়ে এসেছেন।
মেঘভাঙা বৃষ্টির জেরে তিস্তার জলস্তরও বৃদ্ধি পেয়েছে। সঙ্গে নেমেছে ধস। এর ফলে সেখানকার বহু এলাকা বাকি ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে। উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে আটকে পড়েন পর্যটকেরা। কেবলমাত্র সিকিমে নয়, উত্তরবঙ্গেও তিস্তা নদী ফুঁসছে। প্রবল স্রোত তিস্তা নদীতে।
Comments