top of page

সন্দীপ ঘোষ-সহ সাত জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি, সঞ্জয়ের ১৪ দিনের জেল হেফাজত, সিটের থেকে সিবিআই- এর হাতে আরজি করের দুর্নীতি তদন্ত

Writer's picture: The ConveyorThe Conveyor



কলকাতা, ২৩ অগাস্ট, ২০২৪: আরজি কর-কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ সাত জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিল শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসিজেএম) আদালত। পাশাপাশি পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি দিল আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাই। এ দিনই সঞ্জয়কে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সিবিআই-এর পক্ষ থেকেই সঞ্জয়ের জেল হেফাজত চাওয়া হয়েছিল। সেই আবেদন মঞ্জুর করে আদালত৷ উল্লেখ্য, নিরাপত্তার কথা ভেবে এ দিন খোলা এজলাসে সঞ্জয়ের শুনানি হয়নি। তার বদলে ম্যাজিস্ট্রেটের চেম্বারেই সঞ্জয়ের শুনানির ব্যবস্থা করা হয়।

আরজি কর-কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ, অভিযুক্ত, অভিযুক্তের ‘বন্ধু’, হাসপাতালের চার চিকিৎসক পড়ুয়ার পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই। শুক্রবারও সিজিও দফতরে হাজিরা দিয়েছেন সন্দীপ। এই নিয়ে অষ্টম বার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি।

৯ অগাস্ট রাতে এই খুনের ঘটনা ঘটেছে, এখনও কোনও কিনারা হয়নি। স্বাভাবিকভাবেই সকলের ধৈর্যের বাঁধ মানছেনা। সমাজের নানা প্রান্তের সাথে সাথে রাজনৈতিক দলগুলিও প্রতিবাদে সামিল হচ্ছে। এরই মাঝে শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে রায় দেওয়া হল, শুধু চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সিবিআই করবে সেটাই নয় এবার আরজি করে দুর্নীতির মামলার তদন্ত করবে সিবিআই। সমস্ত কেস ডায়েরি, সিসিটিভি ফুটেজ ও সমস্ত বিস্তারিত খুঁটিনাটি বিবরণ আগামীকাল শনিবার সকাল ১০টার মধ্যে সিবিআইয়ের কাছে জমা দিতে হবে সিটকে। ১৭ সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জানাতে হবে হাইকোর্টকে।

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

Top Stories

bottom of page