top of page

শুরু হয়ে গেল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব




কলকাতা, ৪ ডিসেম্বর, ২০২৪: শুরু হয়ে গেল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদযাপন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, প্রমুখ। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেব, সৌরভ এবং শত্রুঘ্নকে পাশে নিয়ে প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করেন।

'বাংলার মাটিতে বিশ্বের ছবি' এই থিমেই মূলত সেজে উঠছে নন্দন সহ অন্যান্য ভেন্যু। ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ ফ্রান্স। ২০টি ভেন্যুতে প্রদর্শিত হবে প্রায় ১৭৫টি ছবি। গত বছরের মতো শহরের কিছু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে দেশ- বিদেশের ছবিগুলি। ধনধান্য প্রেক্ষাগৃহ, নন্দন (১,২,৩), শিশির মঞ্চ, রবীন্দ্র সদন, নজরুল তীর্থ (১, ২),  চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও), রবীন্দ্র ওকাকুরা ভবন, নবীনা, স্টার থিয়েটার, মেনকা, এসএসআর অজন্তা, এসএসআর গ্লোব সিনেমা, পিভিআর (মানি স্ক্যোয়ার), আইনক্স (মেট্রো), আইনক্স (কোয়েস্ট মল), আইনক্স (সাউথ সিটি মল) এবং নিউ এম্পায়ারে স্ক্রিনিং হবে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলি। 

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে তপন সিনহার গল্প হলেও সত্যি ছবিটি দেখানো হচ্ছে। এবারের চলচ্চিত্র উৎসবে তপন সিনহা ছাড়াও শ্রদ্ধা জানানো হবে গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্রদের। উৎসব চলবে আগামী ১১ ডিসেম্বর অব্দি।

 
 
 

Σχόλια

Βαθμολογήθηκε με 0 από 5 αστέρια.
Δεν υπάρχουν ακόμη βαθμολογίες

Προσθέστε μια βαθμολογία

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page