রিষড়ায় পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
- The Conveyor
- Apr 4, 2023
- 1 min read

কলকাতা, ৪ এপ্রিল: হুগলির রিষড়াতে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রিষড়ায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল বললেন, ‘‘নিজেরা বাঁচুন এবং অপরকে বাঁচতে দিন।’’
রবিবার থেকে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হুগলির রিষড়া। সোমবার সারাদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাত ১০টায় ফের উত্তপ্ত হয়ে ওঠে রিষড়ার ৪ নম্বর রেল গেট এলাকা। টানা ৩ ঘণ্টারও বেশিক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। এমতাবস্থায় উত্তরবঙ্গ সফর কাঁটছাঁট করে শহরে ফেরেন রাজ্যপাল এবং ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত ছিলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগিসহ প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশের সঙ্গে কথা বলার পাশাপাশি পায়ে হেঁটে বেশ কিছুটা এলাকা ঘুরে দেখেন রাজ্যপাল।
অনির্দিষ্টকালের জন্য রিষড়া এবং শ্রীরামপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন ওই জায়গায় ১৪৪ ধারা জারি থাকবে। রিষড়ায় ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।
Comments