top of page

রাজ্যে পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে স্মার্ট মিটার


কলকাতা, ১১ জুন, ২০২৫: স্মার্ট মিটার বসানো রাজ্যে পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে। বুধবার বিধানসভায় এমনটাই জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। দুদিন আগেও এই মর্মে রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল। এদিন বিধানসভা কক্ষে অরূপ বিশ্বাস বলেন, স্মার্ট মিটারের বিষয়টি পুরোপুরি কেন্দ্রের চাপিয়ে দেওয়া বিষয়। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে স্মার্ট মিটার বসানো পুরোপুরি বন্ধ করা হয়েছে রাজ্যে।

সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো আগেই স্থগিত করে দিয়েছিল রাজ্য সরকার। বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, স্মার্ট মিটার নিয়ে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে বিদ্যুৎমন্ত্রী অরূপকে বিবৃতি দেওয়ার জন্য বলেন তিনি। সেই সময়েই স্মার্ট মিটার প্রসঙ্গে অধিবেশন কক্ষে সরকারের অবস্থান জানান তিনি। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগম আগে যে নিয়মে বিল পাঠাত, সেই মতোই বিদ্যুতের বিল পাঠাবে বলে আশ্বস্ত করেন অরূপ। তিনি আরও জানান, বর্তমানে যে সব স্মার্ট মিটার বসানো রয়েছে, সেগুলিকেও সাধারণ মিটারে রূপান্তরিত করা হবে। তিনি জানান, কয়েক জায়গায় পরীক্ষামূলক ভাবে স্মার্ট মিটারের কাজ দেখানো হবে, তবে সেগুলি কোনও ভাবেই গৃহস্থের বাড়ির ক্ষেত্রে হবে না।

কেন্দ্রের স্মার্ট মিটার নিয়ে গেজেট নোটিফিকেশনও বিধানসভায় তুলে ধরে বিদ্যুৎ মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার এবং বিদ্যুৎ দপ্তর যৌথভাবেই স্মর্ট মিটার চালু করা বাধ্যতামূলক করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে শেষ পর্যন্ত এই স্মার্ট মিটার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে তোলা মন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, “এ কথা ঠিক নয়। কিছু বিষয় রাজ্যের অধীনে, আবার কিছু বিষয় কেন্দ্রের আইনে চলে। বিদ্যুতের স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে নীতিটি রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকারের নয়। বিদ্যুৎ মন্ত্রী যা বলেছেন, সেটি অসত্য।”

এর পাশাপাশি বেসরকারি হাসপাতালে মাত্রাতিরিক্ত বিল নেওয়া রুখতে সংশোধনী বিলও আনা হচ্ছে বিধানসভায়। আগামী সপ্তাহে এই বিল বিধানসভায় পেশ করা হবে। সেই আলোচনায় মুখ্যমন্ত্রীও অংশ নিতে পারেন।

 
 
 

コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page