top of page

রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ভোটার কার্ডে ‘ইউনিক আইডি’ চালুর দাবি জানাল তৃণমূল




কলকাতা, ৬ মার্চ, ২০২৫: বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠকশেষে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ভোটার কার্ডে ‘ইউনিক আইডি’ চালুর দাবি জানিয়ে এল শাসকদল। আজ, বৃহস্পতিবার কোর কমিটির বৈঠক হয় তৃণমূল ভবনে। তারপর তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা হাজির হন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে তৃণমূলের ওই প্রতিনিধিদলে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের দাবি, চক্রান্ত চলছে। সেটা রুখতে পাসপোর্ট, আধার কার্ডের মতো ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রাখতে হবে ভোটার কার্ডেও। স্মারকলিপি দিয়ে বেরিয়ে ফিরহাদ বলেন, ‘‘বাংলার ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে বিজেপি। একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভোটার কার্ড থাকা চলবে না। আধার কার্ড, পাসপোর্টে যেমন থাকে তেমন ভাবে ভোটার কার্ডেও ইউনিক আইডি চালু করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘অনলাইনে যাঁরা নাম তুলছেন, তাঁদের বিষয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। ভিন্‌রাজ্যের কেউ যেন বাংলায় এসে ভোট না দিতে পারেন, তা-ও কমিশনকে নিশ্চিত করতে হবে।’’

১৯৯৩ সালের ২১ জুলাই বাংলায় উত্তাল আন্দোলন গড়ে তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তাঁর দাবি ছিল, নির্বাচনে সচিত্র পরিচয়পত্র চালু করতে হবে। এবার ৩২ বছর পর ভোটের জন্য এপিক কার্ডের সংস্কার নিয়ে নতুন আন্দোলন শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে।

যদিও বিজেপি নেতৃত্ব বলছে, বাংলাদেশ থেকে অবৈধ ভোটার রাজ্যে রয়েছে। তারাই প্রথম এই ভুয়ো ভোটারের বিরুদ্ধে সরব হয়েছিল, এখন তৃণমূল এই ইস্যু তৈরি করে সাধারণ মানুষের নজর ঘোরাতে চাইছে। ভুয়ো ভোটার তালিকা সংশোধন করা বিজেপিরই দাবি তাও সেটা বহুদিন আগে থেকেই।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page