মালবাহী মিনি ট্রাকের ধাক্কায় যুবতীর মৃত্যু ঘিরে উত্তেজনা শ্যামনগরে
কলকাতা, ৯ অক্টোবর: মালবাহী মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জগদ্দল থানার শ্যামনগর ফিডার রোডে নব আপ্যায়ন মিষ্টির দোকানের সামনে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুপ্রিয়া কুর্মি ( ২২)। তাঁর বাড়ি শ্যামনগর বিবেকানন্দগড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই এদিন সকালে কাজে যাচ্ছিলেন ওই যুবতী। পিছন থেকে আসা একটি বালি বোঝাই মিনি ট্রাক সজোরে তাকে ধাক্কা মারে। স্থানীয়রা ছুটে এসে তৎক্ষনাৎ মেয়েটিকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনায় ছড়ায় শ্যামনগর ফিডার রোডে। উত্তেজিত জনতা ট্রাক-সহ চালককে আটকে রাখে। জগদ্দল থানার পুলিশ এসে ঘাতক ট্রাক-সহ চালককে আটক করে নিয়ে যায়।
Edited By
Swarnali Goswami
Comments