top of page

মাধ্যমিকের ফল প্রকাশিত হল। পাশের হার ৮৬.১৫%, প্রথম ১০ এ ১১৮ জন


কলকাতা, ১৯ মে: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.১৫ শতাংশ। আজ, ১৯ মে সকাল ১০ টায় ফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবকে ধন্যবাদ জ্ঞাপন করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবারের পরীক্ষায় পাশ করেছেন ৫ লাখ ৫৪ হাজার ৪২৮ জন পরীক্ষার্থী। তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের মধ্যে ৭৬ শতাংশ পাশ করেছেন এবারের পরীক্ষায়। তফসিলি জাতিভুক্ত পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন ৮৫ শতাংশের বেশি পড়ুয়া।

গত বছরের তুলনায় কমেছে সামান্য পাশের হার। জেলা ভিত্তিক সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। এবছর প্রথম দশে রয়েছে মোট ১১৮ জন পড়ুয়া।

এবারের মাধ্যমিকে প্রথম হয়েছেন কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের পড়ুয়া দেবদত্তা মাঝি। তিনি পেয়েছেন ৬৯৭ নম্বর। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। এদিকে এবারের মাধ্যমিকে যুগ্ম দ্বিতীয় হয়েছেন পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুলের পড়ুয়া শুভম পাল এবং মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির রিফত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। এছাড়া তৃতীয় স্থানে ৬ জন আছেন। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ক মণ্ডল, বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়ের সৌম্যদীপ মল্লিক, মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের মহম্মদ সরবর ইমতিয়াজ, মাহির হোসেন, স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা।

আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

Kommentare

Mit 0 von 5 Sternen bewertet.
Noch keine Ratings

Rating hinzufügen

Top Stories

bottom of page