মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া পদত্যাগ গুজরাত সরকারের সমস্ত মন্ত্রীর
- The Conveyor
- Oct 16
- 1 min read

১৬ অক্টোবর ২০২৫: কেবলমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া পদত্যাগ করলেন গুজরাত সরকারের সমস্ত মন্ত্রী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সমস্ত মন্ত্রীরা। ইতিমধ্যে সবকয়টি পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনীতিতে। শুক্রবার গাঁধীনগরে মহাত্মা মন্দিরে মন্ত্রিসভার রদবদল সম্পন্ন হবে বলে শোনা যাচ্ছে। বিজেপি সূত্রে খবর, আজ বিকেলের মধ্যেই সকলকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বলা হয়েছিল। একমাত্র মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রই নিজ পদে আসীন রয়েছেন।
জানা গিয়েছে, বৃহস্পতিবারই গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রতর সঙ্গে দেখা করে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন গুজরাতের মুখ্যমন্ত্রী। বর্তমান মন্ত্রিসভার মধ্যে থেকে কেবলমাত্র হর্ষ সাংঘভি এবং ঋষিকেশ প্যাটেলকে নতুন মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে খবর। আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দলীয় সূত্র খবর, নতুন মন্ত্রিসভা তরুণ এবং প্রবীণ নেতাদের মিশ্রণে তৈরি হবে।
২০২১ সাল থেকে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র। মন্ত্রীরা পদত্যাগ করলে আজ তাঁদের সঙ্গে বৈঠকও করেন তিনি। ইতিমধ্যেই পদত্যাগী মন্ত্রীরা সরকারি দফতর খালি করতে শুরু করেছেন বলে খবর। এখনও পর্যন্ত যা খবর, সেই অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় ২২-২৩ জন মন্ত্রী রাখার ভাবনা ভূপেন্দ্রর। পদত্যাগী মন্ত্রীদের মধ্যে চার-পাঁচজনকে রেখে দেওয়া হতে পারে। ২০২৭ সালের শেষপর্বে গুজরাতে বিধানসভা ভোট হওয়ার কথা। তার জন্য আগেভাগেই ‘ঘর গুছোনোর কাজ শুরু করল বিজেপি। এ বার গদি বাঁচলেও এক বছর পরে ভূপেন্দ্রের ‘ভবিষ্যৎ’ কী হবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।













Comments