top of page

মহিলা টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত আজ মুখোমুখি অস্ট্রেলিয়ার


কলকাতা, ২৩ ফেব্রুয়ারিঃ আজ মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচে নজর থাকবে মূলত টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানা, অধিনায়ক হরমনপ্রীত কৌর, উইকেটরক্ষক ও ব্যাটার রিচা ঘোষের উপর। অপরদিকে অস্ট্রেলিয়ার হয়ে বেশ ভালো ফর্মে রয়েছেন পেসার মেগান শ্যুট। এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তবে সেমিফাইনালের মাঠে করা নিজের সেরাটা দিয়ে ম্যাচ বের করে আনতে কে পারে, সেটাই দেখার। আর কিছুক্ষনের অপেক্ষা। তার পরেই নির্ধারিত হয়ে যাবে কোন দল ফাইনালে খেলতে চলেছে।

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

Top Stories

bottom of page