মঙ্গলবার সকালে শুট আউট হুগলিতে
- The Conveyor
- Feb 21, 2023
- 1 min read

মঙ্গলবার সকালে হুগলি বর্ধমান সীমানা লাগোয়া পান্ডুয়ার বোরাগড়ি এলাকায় এক ব্যক্তিকে জিটি রোডের উপরে গুলি করে এক দল দুষ্কৃতী। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে এলে সেখানে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ একজন দুষ্কৃতীকে আটক করেছে।
Commenti