top of page

বেহালার ঠাকুরপুকুরে দুটি বাস সংঘর্ষে দুর্ঘটনা, আহত ২১, ৩জন আশঙ্কাজনক


কলকাতা, ৬ নভেম্বর: সোমবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস, ডিভাইডারে উঠে গেল। দুর্ঘটনা ফের বেহালায়। পিছনে থাকা একটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসে ধাক্কা মারে। রাস্তার ধারেই বসে ছিলেন এক ফল ব্যবসায়ী। বাসের ধাক্কায় আহত হন তিনিও। আশঙ্কাজনক অবস্থা তাঁর। আহত বহু যাত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের একসঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুটি বাসেরই সামনের অংশ ভেঙে-একেবারে দুমড়ে গিয়েছে। ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দু’টি গাড়িতে। বাসটি সল্টলেক-আমতলা রুটের ছিল। বাসের চালক এবং কন্ডাক্টরও আহত। মোট আহতের সংখ্যা ২১ জন এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, বেহালায় কয়েক মাস আগেই লরির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। সরকারি হাসপাতালে ভর্তি করা হয় পড়ুয়ার বাবাকে। এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page