বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে সেতু থেকে খাদে পড়ে মৃত ১০, আহত অন্তত ৫৫

৩০ মে: সেতু থেকে খাদে পড়ে গিয়ে বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে প্রাণ হারালেন অন্তত ১০ জন পুণ্যার্থী। আহত হয়েছেন কমপক্ষে ৫৫ জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক, জানানো হয়েছে জম্মু কাশ্মীর পুলিশের তরফে। অমৃতসর থেকে রওনা হয়ে তীর্থযাত্রী বোঝাই বাসটি বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার বেসক্যাম্প কাটরা যাচ্ছিল।
দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের অধিকাংশই আদতে বিহারের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। জম্মু পুলিশের সিনিয়র সুপারিন্ডেডেন্ট চন্দন কোহলি জানিয়েছেন, ‘‘দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত ৫৫ জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে সাহায্য করেছেন স্থানীয় মানুষও।’’ বাসটিতে অত্যন্ত ভিড় ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, অত্যধিক ভিড় দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
Comentários