top of page

বৃষ্টির জেরে ধস নেমে ব্যাহত শিয়ালদায় ট্রেন পরিষেবা

Writer's picture: The ConveyorThe Conveyor

কলকাতা, ২ অগাস্ট: বৃষ্টির জেরে শিয়ালদহ ও দমদমের মধ্যে ব্যস্ততম রেল লাইনে নামল ধস৷ তার ফলে ব্যহত হল লোকাল ট্রেন পরিষেবা৷ বুধবার সকাল থেকে যাত্রী দুর্ভোগ চরমে উঠল। কারণ কর্মব্যস্ত দিনে ব্যাহত হয়ে পড়েছে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ভোর পৌনে ছ’টা নাগাদ কাঁকুড়গাছি কেবিন ও বিধাননগর রোড স্টেশনের মাঝে আপ সাবার্বান লাইনে একটি ধস দেখতে পাওয়া যায়৷ তাতেই বিপত্তি বাড়ে৷ দ্রুত শুরু হয় মেরামতির কাজ৷

সারারাত মুষলধারে বৃষ্টি হয়েছে। তার জেরে ধস নেমেছে রেললাইনে। শিয়ালদা–নৈহাটি শাখায় ব্যাপক দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে এখনও পর্যন্ত ৫টি ট্রেন বাতিল করা হয়েছে। কিন্তু বিপদ এড়াতে আপাতত সমস্ত আপ ট্রেন মেন লাইনের ট্র্যাক দিয়ে চালানো হচ্ছে৷ পাশাপাশি, অনেক ট্রেন বেশ কিছুটা দেরিতেও চলছে৷

ট্রেনের এমন অবস্থার মুখোমুখি হয়ে কপালে ভাঁজ পড়েছে নিত্য যাত্রীদের। আরও সমস্যা বেড়েছে সড়ক পথে সবাই যেতে পারছেন না। কারণ সারারাত তুমুল বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে আছে। ফলে সেখানেও যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। এদিকে প্রশ্নের মুখে পড়েছে রেলের ভূমিকা। কারণ, যে জায়গায় ধস নেমেছে তার ঠিক পাশেই চলছে নির্মাণ কাজ। চলছে খনন কাজও। যদিও যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চলছে। তবে এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না, কখন এই লাইনের পরিষেবা স্বাভাবিক হবে৷

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page