top of page

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার, ঘনাচ্ছে রহস্য




কলকাতা, ১ মে: বুধবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করল ময়দান থানার পুলিশ। সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ পুলিশ জানতে পারে, ময়দানে একটি মৃতদেহ পড়ে রয়েছে। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়দান থানার পুলিশকর্মীরা। পুলিশ সূত্রে খবর, দেহটিতে পচনও ধরেছিল৷

প্রাথমিক ভাবে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত মহিলার পরিচয় জানা যায়নি। ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, অন্যত্র খুন করেই মহিলার দেহ ময়দানে ফেলে যাওয়া হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, এ দিন ভোররাত প্রায় তিনটে পর্যন্ত ওই এলাকায় থানার টহলদারি দল নজরদারি চালিয়েছিল৷ কিন্তু সেই সময় ওই জায়গায় কোনও অস্বাভাবিক কিছু পুলিশকর্মীদের নজরে পড়েনি৷ ফলে সম্ভবত এ দিন ভোরের দিকেই কেউ বা কারা এসে ওই দেহ ফেলে গিয়েছে৷

তবে পুলিশের নজরদারি এড়িয়ে কীভাবে কেউ ময়দান এলাকায় দেহ ফেলে গেল, তা নিয়েই উঠছে প্রশ্ন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পশ্চিম দিকে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশের প্রাথমিক অনুমান, দিন দুয়েক আগেই ওই মহিলার মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, কম্বলে মোড়ানো অবস্থায় দেহটি একটি গাছের নীচে পড়়েছিল৷ মৃত মহিলার বয়স আনুমানিক তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে৷ কিন্তু কী ভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

খুন না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ, তদন্ত করে দেখা হচ্ছে। তৈরি হয়েছে রহস্য। এই আবহে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা তদন্তে নেমে পড়েছেন। এছাড়াও ঘটনাস্থলে কলকাতা পুলিশের অন্য উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ময়দান থানার পুলিশ সেখানে ব্যারিকেড বসিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে৷


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page