বিধানসভা ভোটের মাত্র ৫ দিন আগে দল ছাড়লেন ৭ আপ বিধায়ক

৩১ জানুয়ারি, ২০২৫: আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোট। ৮ ফেব্রুয়ারি ফল ঘোষণা। নির্বাচনের পাঁচ দিন আগে বড়সড় ধাক্কা খেল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷ শুক্রবার পদত্যাগ করলেন দলের সাতজন বিধায়ক। ইস্তফার কারণ হিসেবে এই নেতারা কেজরির উপর থেকে আস্থা চলে যাওয়া, মূল আদর্শ থেকে দলের সরে আসার মতো নানা কারণ দেখিয়েছেন। তবে এই সাত জন বিধায়কের কাউকেই এবার টিকিট দেয়নি আপ৷
যে সাত বিধায়ক দল ছেড়েছেন তাঁরা হলেন, নরেশ যাদব, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদনলাল, পবন শর্মা, ভাবনা গৌর এবং বি এস জুন৷ এঁরা যথাক্রমে মেহেরুলী, ত্রিলোকপুরী, জনকপুরী, কস্তুরবা নগর, আদর্শ নগর, পালাম এবং বিজওয়াসন এর বিধায়ক ছিলেন। এই নিয়ে দলের অন্দরে মতানৈক্য ও অসন্তোষ তৈরি হয়। তার জেরেই এই ঘটনা কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এই সাত বিধায়ক দল বদল করছেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷
দিল্লি বিধানসভা নির্বাচনের মাত্র পাঁচদিন আগে এই সাত বিধায়কের ইস্তফা নিঃসন্দেহে অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে একটা বড় ধাক্কা। এ বার তিনি কী ভাবে সেই ধাক্কা সামলান, সেটাই দেখার।
Comentarios