বুধবার শীর্ষ আদালত ‘নিউজক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ দিল
১৫ মে, ২০২৪: সুপ্রিম কোর্ট বলে দিল ‘নিউজক্লিক’-এর সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতারি বেআইনি'। দিল্লি পুলিশকে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হল। সুপ্রিম কোর্ট বুধবার এই আদেশ দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি পুলিশ যে ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ় প্রিভেনশন অ্যাক্ট) আইনের আওতায় সম্পাদক প্রবীরকে গ্রেফতার করেছিল, তা-ও ভুল ছিল।
সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বুধবার এই নির্দেশ দেয়। আদালতের এই নির্দেশের পর নিম্ন আদালতে বেল বন্ড জমা দেবেন প্রবীর পুরকায়স্থ। তার পরেই তিনি মুক্তি পাবেন জেল থেকে। ‘নিউজক্লিক’-এর সম্পাদক প্রবীরকে গ্রেফতার করার পর তাঁর আইনজীবীকে না জানিয়েই ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করে দিল্লি পুলিশ। যা নিয়ে গত ৩০ এপ্রিল প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হয়। সে দিন থেকে রায়দান স্থগিত ছিল। বুধবার সেই রায় ঘোষণা করল শীর্ষ আদালত।
তাঁর গ্রেফতারি এবং হেফাজতকে চ্যালেঞ্জ করে দিল্লি পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান প্রবীর। শীর্ষ আদালত দিল্লি পুলিশের কাছে প্রশ্ন করে প্রবীরকে গ্রেফতারের এত তাড়াহুড়োর কি দরকার ছিল? বুধবার আদালত জানায়, এই মামলার চার্জশিট জমা পড়েছে। এই পরিস্থিতিতে প্রবীরকে জেলে আটকে রাখার প্রয়োজনীয়তা নেই। তাই জামিনের নির্ধারিত শর্ত পালন করলে প্রবীরকে মুক্তি দেওয়া যেতে পারে। প্রবীরের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। অপর দিকে, দিল্লি পুলিশের হয়ে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু।
উল্লেখ্য, ২০২৩ এর ৩ অক্টোবর থেকে প্রবীর ইউএপিএ মামলায় হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেশবিরোধী প্রোপাগান্ডা চালানোর জন্য চিনের তহবিল গ্রহণের অভিযোগ রয়েছে।
Comments