top of page

বুধবার দিল্লি- জয়পুর রুটে বিশ্বের প্রথম ৭.২ মিটার হাইরাইজ ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হল


কলকাতা, ৩০ মার্চ: 'বিশ্বের প্রথম ৭.২ মিটার হাইরাইজ ট্রেনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে দিল্লি ও জয়পুর রুটে।' বুধবার ট্যুইট করে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্দে ভারতের উন্নততর ট্রেনই হবে এই নতুন ট্রেন।

দিল্লি-জয়পুর রুটের বন্দে ভারত এক্সপ্রেসের কোচে হাইরাইজ প্যান্টোগ্রাফ লাগানো হয়েছে। এছাড়া ফটোক্যাটালিটিক এয়ার পিউরিফায়ার সিস্টেম থাকায় নতুন বন্দে ভারত ট্রেনে করোনা এবং অন্যান্য বায়ুবাহিত রোগের সংক্রমণ হবে না। বাতাস জীবাণুমুক্ত রাখার জন্য ইউভি ল্যাম্প লাগানো হয়েছে নতুন এই বন্দে ভারতে।

আগামী এপ্রিল মাস থেকে ট্রেনটি তার যাত্রা শুরু করবে এমনটাই ভাবা হচ্ছে। সেই সময় যাতে গোটা জার্নি দু-তিন ঘন্টার মধ্যে শেষ করা যায়, তার চেষ্টা হবে। ১৩০ কিমি প্রতি ঘন্টা থেকে ১৬০ কিমি প্রতি ঘন্টার মধ্যে যাতে এই ট্রেনের গতি থাকে তার চেষ্টা চলছে এমনই জানিয়েছেন রেলমন্ত্রী। আগামী ৩ বছরের মধ্যে এমন আরও ৪০০ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলমন্ত্রকের।




Top Stories

bottom of page