top of page

বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা


কলকাতা, ৮ মার্চ: বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভোট পাওয়ার নিরিখে বাম-কংগ্রেস জোটের তুলনায় বিজেপির বেশি ব্যবধান না থাকলেও আসন সংখ্যার বিচারে গেরুয়া শিবির গরিষ্ঠ। সেই সুবাদে BJP-র টানা দ্বিতীয়বার ত্রিপুরা বিজয়।

অপরদিকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও এলেন না মানিক সরকার। BJP-র বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল করেছে বামফ্রন্ট। মন্ত্রিসভার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যও আজ শপথ নিয়েছেন। নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন, রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস ও শুক্লাচরণ নোয়াতিয়া।


ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ঠিক ১০ মাস আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মানিক সাহা। পেশায় তিনি দাঁতের ডাক্তার। ২০১৬ সালে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। দলের রাজ্য সভাপতি পদে বেশ কয়েকদিন ছিলেন তিনি। তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি।


Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

Top Stories

bottom of page