বিজেপিতে যোগদান করলেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কলকাতা, ৭ মার্চ: পূর্ব ঘোষণামতো আজ বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বাড়ি থেকে কার্যালয়ে নিয়ে আসেন অগ্নিমিত্রা পল। সল্ট লেকে বিজেপি কার্যালয়ে তাঁর উপর পুষ্পবৃষ্টি করা হয়। বিজেপিতে যোগ দেবার পর উপস্থিত সাংবাদিকদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'একজন সৈনিক হিসেবে কাজ করব। দল যে দায়িত্ব দেবে তা পালন করব।'
বৃহস্পতিবার অভিজিতের বিজেপিতে যোগদান কর্মসূচির মঞ্চে ছিলেন সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ আরও বিজেপি নেতা কর্মীরা। সুকান্ত বলেন, ‘‘এক জন বিশিষ্ট ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি পরিবারে যোগ দিতে চলেছেন। আগামী দিনে বিজেপি তাঁকে নির্বাচনে এবং অন্যান্য জায়গায় ব্যবহার করবেন। জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলী হিসেবেই থাকবেন।’’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম একজন মানুষের খুব দরকার ছিল।”
নিয়োগ মামলায় একের পর এক কড়া পর্যবেক্ষণ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশে নিয়োগ সংক্রান্ত মামলায় শুরু হয়েছিল সিবিআই ও ইডি তদন্ত। চাকরিপ্রার্থীরা বিচার পাচ্ছিলেন তাঁর সিদ্ধান্তের ভিত্তিতে। এখন দেখার রাজনীতির ময়দানে তিনি কিভাবে তাঁর দায়িত্ব পালন করেন।
Comentários