top of page

বঙ্গ সংস্কৃতি উৎসবে অভিনন্দিত হলেন ডঃ খোকন রাউত




গত ৫ জানুয়ারি কল্যাণীতে কল্যাণী টাউন ক্লাব আয়োজন করেছিল বঙ্গ সংস্কৃতি উৎসব।





উৎসবে ডঃ খোকন রাউতের বাংলার অয়েল পেইন্ট নিয়ে গবেষণামূলক লেখা বই "আর্লি বেঙ্গল অয়েল পেইন্টিংস" এর জন্য তাঁকে অভিনন্দন জানানো হল।





বইটি ইতিমধ্যেই লন্ডনের ভিক্টোরিয়া অ্যালবার্ট মিউজিয়ামে জায়গা করে নিয়েছে।






Written By

Swarnali Goswami

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page