ফের তুষারপাত উত্তর সিকিমে
- The Conveyor
- Feb 24, 2023
- 1 min read

কলকাতা, ২৪ ফেব্রুয়ারিঃ শীতের বিদায়বেলায় ফের তুষারপাত উত্তর সিকিমে। লাচেন, লাচুং,ইয়ামথাং তো বটেই, ভারী তুষারপাতে ঢেকেছে জিরো পয়েন্ট থেকে গুরুদোংমার লেকও। অবরুদ্ধ হয়ে পড়েছে বেশ কয়েকটি রাস্তা।নতুন করে এই এলাকাগুলিতে কেউ যেতে পারছেন না। যদিও দার্জিলিং-এ এখনও তুষারপাত হয়নি। তবে দু'দিন ধরে চলতে থাকা বৃষ্টি আরও কয়েকদিন থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। শিলিগুড়িতেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডার আমেজ রয়েছে। শুক্র ও শনিবার দার্জিলিং পাহাড় ও সংলগ্ন সমতলে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Comments