top of page

প্রায় ১৪টি মেসেঞ্জার মোবাইল অ্যাপ ব্লক করল কেন্দ্রীয় সরকার


১ মে: প্রায় ১৪টি মেসেঞ্জার মোবাইল অ্যাপ্লিকেশন ব্লক করে দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, পাকিস্তানের সন্ত্রাসবাদীরা জম্মু ও কাশ্মীরে তথ্য প্রেরণের জন্য এই অ্যাপ ব্যবহার করছিল। ব্লক করে দেওয়া অ্যাপগুলি হল ক্রিপভাইজার, এনিগমা, সেফসউইস, উইকর্ম, মিডিয়াফায়ার, ব্রায়ার, বিচ্যাট, ন্যান্ডবক্স, কনিয়ন, আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইন, জাঙ্গি ও থ্রিমা।

খবর পাওয়া গেছে এই অ্যাপগুলি কাশ্মীরের সন্ত্রাসীরা তাদের সমর্থক এবং অন-গ্রাউন্ড কর্মীদের (OGW) সাথে যোগাযোগ করতে ব্যবহার করছে। নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। উপরিউক্ত অ্যাপগুলি ভারতের জাতীয়

নিরাপত্তা আইন অনুসারে চালানো হচ্ছিলনা এমনটাই জানিয়েছে ওই সংস্থা। ইনফরমেশন টেকনলজি আইন ২০০০ এর সেকশন ৬৯ এ ধারা অনুযায়ী ওই অ্যাপগুলি ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার এক আধিকারিক। এই অ্যাপগুলি চালু থাকলে তা কাশ্মীর উপত্যকার নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় নিরাপত্তা বিভাগ।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page