পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কাঁচড়াপাড়ার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআইয়ের হানা
কলকাতা, ৮ অক্টোবর, ২০২৩: ইডির পর এবার তৎপর সিবিআই। রবিবার সাতসকালেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কাঁচড়াপাড়ায় সিবিআইয়ের হানা। এদিন কাঁচড়াপাড়ার ডাঙ্গাপাড়ায় প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়ের বাড়িতে হানা দেয় চারজনের সিবিআই প্রতিনিধি দল। পাশাপাশি হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতেও এদিন হানা দিল সিবিআই। সূত্র বলছে, পুর নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের মাধ্যমে যে সকল পুরসভায় নিয়োগ হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি।
News Bureau
The Conveyor
Comments