প্রয়াত ‘সবুজ বিপ্লব’ এর জনক এম এস স্বামীনাথন
২৮ সেপ্টেম্বর: চলে গেলেন দেশের ‘সবুজ বিপ্লব’ এর জনক এম এস স্বামীনাথন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বৃহস্পতিবার চেন্নাইতে তিনি প্রয়াত হন। তাঁর প্রয়াণে শোকের ছায়া পড়েছে বিভিন্ন মহলে৷
দেশের কম আয়ের কৃষকরা যাতে বেশি উৎপাদন করতে পারেন, তার রাস্তা দেখিয়েছেন প্রথিতযশা এই কৃষিবিজ্ঞানী। ১৯৮৭ সালে বিশ্বের প্রথম খাদ্য পুরস্কারের বিজেতা ছিলেন এম এস স্বামীনাথন। ১৯৭১ সালে তিনি ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত হন। ৩টি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও ১৯৮৬ সালে অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়ান্স অ্যাওয়ার্ডেও তিনি ভূষিত হন। ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। চেন্নাইতে তাঁর নামাঙ্কিত, ‘এম এস স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন’ রয়েছে।
এম এস স্বামীনাথনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শোক বার্তায় তিনি লিখেছেন- ড. এম এস স্বামীনাথনের প্রয়াণে গভীরভাবে শোকাহত৷ দেশের একটা কঠিন সময়ে তিনি কৃষির ক্ষেত্রে দারুণ কাজ করেছিলেন৷ যাতে দেশের কোটি কোটি মানুষ খাদ্য নিরাপত্তা পান৷
ছোট থেকেই তিনি কৃষিকাজের সঙ্গে জড়িতদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতেন। তিনি দেখেছিলেন ফসলের দামের কম-বেশির ফারাক কিভাবে চাষাবাদের ওপর তার প্রভাব ফেলে। এরপরই তিনি এমন উদ্ভাবনার দিকে এগিয়ে যান তাঁর গবেষণার ক্ষেত্রে, যা ভারতের কৃষিজীবীদের আর্থিক যন্ত্রণাকে লাঘব করে। ঘটে সবুজ বিপ্লব। দেশের খাদ্যসংকট মেটাতে তাঁর গবেষণা বড় ভূমিকা পালন করেছে।
Comments