top of page

প্রয়াগরাজে মহাকুম্ভ হলেও গঙ্গাসাগরে ভিড় উপচে পড়েছে মকর সংক্রান্তির পুণ্য স্নানে




কলকাতা, ১৪ জানুয়ারি, ২০২৫: আজ মকর সংক্রান্তি। সকাল থেকে শুরু হয়েছে পুণ্যস্নান। যা দুপুর পর্যন্ত চলে। বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষ্যে মেলায় এসেছেন বলে দাবি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। গঙ্গাসাগরকে বলা হয়ে থাকে ‘‌মিনি ভারত’‌। কারণ প্রত্যেক বছর বহু ভাষাভাষি মানুষের সহাবস্থান হয়ে ওঠে গঙ্গাসাগর। মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময়সীমা।

দেশের নানা প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুন্যার্থীরা। সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তাঁরা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন। তবে এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিন ঠাণ্ডার পরিমাণ কিছুটা কম থাকলেও ভোরে ঠাণ্ডা ছিল যথেষ্ট। এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলক ভিড় কম হবে ভাবা হয়েছিল। কিন্তু সাধু–সন্তরাও যথেষ্ট পরিমাণে এসেছেন। আর তার সঙ্গে পুন্যার্থীদের ভিড় এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে।

এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে তৎপর পুলিশ প্রশাসন। ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রচুর সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটট্রাম ঘাট–গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, পয়লা জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৪২ লক্ষ মানুষ সাগরে এসেছেন। আজকের সংখ্যা যোগ করলে প্রায় ৫৫ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জাতীয় বিপর্যয় বাহিনী এবং নৌবাহিনীর কর্মীরা নজরদারি চালাচ্ছেন। তাদের সঙ্গে সমান তালে কাজ করছে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page