প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হওয়া বাড়িকে হেরিটেজ তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু
- The Conveyor
- May 22
- 1 min read

কলকাতা, ২২ মে, ২০২৫: ৪৮-এ কৈলাস বোস স্ট্রিট। অতীতে যা ছিল - ১২ সুকেশ স্ট্রিট। প্রথমেই দেখলে মনে হবে কলকাতার একটি বাড়ির ঠিকানা। হ্যাঁ, একটি বাড়ির ঠিকানা তো বটেই। তবে যে সে বাড়ি নয়। ঐতিহ্যমন্ডিত একটি বাড়ি এটি। তথ্য বলছে, এই বাড়িতেই প্রথম বিধবা বিবাহ হয়েছিল। দাঁড়িয়ে থেকে এক বিধবা তরুণীর বিয়ে দিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়। বাড়িটি এ বার ‘ঐতিহ্যশালী’ তকমা পেতে চলেছে। কলকাতা পুরসভার উদ্যোগে বাড়িটিকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিদ্যাসাগরের অনেক লড়াই, অনেক সংগ্রামের ফসল ছিল ১৮৫৬ সালের ২৬ জুলাই পাশ হওয়া বিধবা বিবাহ আইন। সেই বছরেরই ৭ ডিসেম্বর কলকাতার উল্লিখিত বাড়িটিতে প্রথম বিধবা বিবাহ দেওয়া হয়। সেই সময় সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে লড়াই করে এই কাজটি সম্পন্ন করা হয়েছিল তাতে কোনও সন্দেহ নেই। বিদ্যাসাগর নিজে উপস্থিত থেকে এক বিধবা তরুণীর বিয়ে সম্পন্ন করেন। স্থানীয়দের দাবি এবং বিভিন্ন ঐতিহাসিক পত্রপত্রিকা অনুযায়ী, সেই সময় বাড়িটির ঠিকানা ছিল ১২ সুকেশ স্ট্রিট, যা পরবর্তী কালে হয় ৪৮ এবং ৪৮-এ কৈলাস বোস স্ট্রিট।
যদিও বিশাল এলাকা জুড়ে নির্মিত হলেও ভবনের অধিকাংশই পরিত্যক্ত। বসবাস করেন না কেউ। বাড়িটির বর্তমান মালিক থাকেন শহরের বাইরে। এক জন পরিচারিকা, এক পুরোহিত এবং এক বেসরকারি নিরাপত্তারক্ষী রয়েছেন দেখভালের দায়িত্বে। ঘটনা হল, যে বাড়ি এমন গর্বিত ইতিহাসের সাক্ষী, এতদিন সেই বাড়ির অস্তিত্বের কথা জানতই না কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। কিন্তু, অতি সম্প্রতি এই বাড়ির ইতিহাস সম্পর্কে অবহিত হন কলকাতা পুরনিগমের মেয়র পরিষদ (হেরিটেজ) স্বপন সমাদ্দার। এরপরই এই বাড়িটিকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেন তিনি। সেই স্বীকৃতি চলে এলে বাড়িটির সংস্কার ও সংরক্ষণের কাজে সরকারি সাহায্য পাওয়া যাবে। এখন দ্রুততার সঙ্গে কলকাতার এই ঐতিহ্যকে রক্ষা করে আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত করাই লক্ষ্য পুরসভার।
コメント