top of page

পরিস্থিতি খতিয়ে দেখতে শহরের পথে রাজ্যপাল

Writer's picture: The ConveyorThe Conveyor

কলকাতা, ৬ এপ্রিল: হনুমান জয়ন্তীর দিন শহরের পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাজভবন থেকে রাজ্যপালের কনভয় বেরিয়ে প্রথম যায় লেকটাউনে তার পর শহরের সম্পূর্ণ অন্য প্রান্তে একবালপুর, পোস্তা। দু’জায়গাতেই পুলিশ আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাজ্যপাল।

পোস্তায় এলাকার ছোট ব্যবসায়ীদের কয়েক জনের সঙ্গে কথা বলেন। তাঁদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন। বলেন, যে কোনও সমস্যায় পুলিশের সঙ্গে কথা বলতে। একবালপুরেও রাজ্যপাল কথা বলেন ফুটপাথে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের সঙ্গে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, নব বর্ষে বাংলা শান্তি ও সম্প্রীতির নতুন যুগে প্রবেশ করবে। আসল কথা একটাই, ঈশ্বর – আল্লা তেরো নাম/ সবকো সম্মতি দে ভগবান। ঝান্ডা উঁচা রহে হামারা।

উল্লেখ্য, বৃহস্পতিবার যে কোনও ধরনের অশান্তি উত্তেজনা এড়াতে স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কলকাতার আট এলাকা সহ ব্যারাকপুর, হুগলিতেও মোতায়েন আধা সেনা। চলছে দফায় দফায় রুট মার্চ। কলকাতায় পোস্তা, আমহার্স্ট স্ট্রিট, একবালপুর, হেস্টিংস, গার্ডেন রিচ, চারু মার্কেট সহ স্পর্শকাতর এলাকায় মোতায়েন রয়েছে আধা সেনা জওয়ান।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page