top of page
Writer's pictureThe Conveyor

নির্বাসন কাটিয়ে ১১ এবং ১২ জুলাই এশিয়ান গেমসের ট্রায়ালে অংশগ্ৰহণ করবেন দীপা কর্মকার


৩ জুলাই: নির্বাসন কাটিয়ে ফের নিজের ছন্দে ফিরতে চলেছেন দীপা কর্মকার। উল্লেখ্য, ২০২১ সালের ১১ অক্টোবরের একটি ডোপিং পরীক্ষায় দীপার শরীরে নিষিদ্ধ ড্রাগ হাইজেনামাইন পাওয়া যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপাকে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি দ্বারা ব্যান করা হয়। গত ২১ মাস ধরে নির্বাসনে ছিলেন তিনি। সৌভাগ্যবশত দীপার-নির্বাসন শেষ হতে চলেছে চলতি ১০ জুলাই। এদিকে ১১ এবং ১২ জুলাই ওড়িশার ভুবনেশ্বরে এশিয়ান গেমসের ট্রায়াল হবে। কাজেই দীপা এশিয়ান গেমস সিলেকশনের ট্রায়ালে অংশগ্রহণ করবেন।

তবে এর আগে ২৯ মে দীপাকে ভারতের জিমন্যাস্টিক ফেডারেশনের মূল সম্ভাব্যদের তালিকায় অন্তর্ভুক্ত হয়। গত কয়েক মাস ধরে আগরতলায় প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন দীপা। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার কারনে তাঁকে খেলা থেকে বিরত থাকতে হয়েছিল। ২০১৭ সালে তাঁর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে চোট লাগে। ফলে বড় ধরনের অস্ত্রোপচার করতে হয় তাঁকে। ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সহ বেশ কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারেননি দীপা। এর ফলে টোকিও অলিম্পিকও খেলতে পারেননি তিনি।

দীপাই প্রথম ভারতীয় জিমন্যাস্ট যিনি বিশ্বের দরবারে এই খেলায় সোনা নিয়ে এসেছেন। ২০১৮ সালে তুর্কিতে অনুষ্ঠিত হওয়া শৈল্পিক জিমন্যাস্টিক ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ভল্ট ইভেন্টে প্রথম হয়ে এই স্থান অর্জন করেন। এছাড়াও তিনি ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসের ব্রোঞ্জ পদক বিজয়ী। হিরোশিমায় ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

দীপার কোচ বিশ্বেশর নন্দী এ বিষয়ে বলেন, 'ও গত দুই তিন মাস ধরে নিজেকে তৈরি করছে। দীপার কাছে এখন প্রথম লক্ষ্য হল ট্রায়ালে ভালো করা।'

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page