নিজে থেকে লগ আউট হয়ে যাচ্ছে Facebook Account
রাত ৮.৫৭ মিনিটে হঠাৎ করে নিজে থেকে লগ আউট হয়ে গেল আমার facebook account। কিন্তু জানা জাচ্ছে গোটা দুনিয়া জুড়েই এই সমস্যা দেখা দিয়েছে।
নতুন করে account log in করতে গেলে দেখাচ্ছে, what's app এ তারা একটা কোড পাঠাচ্ছে, তা জায়গামতো দিলেই আবার লগ ইন হয়ে যাবে। কিন্তু প্রায় ১৫ মিনিট চেষ্টা করেও হোয়াটস অ্যাপ মেসেজ আসেনি। তার পর ফেসবুক থেকেই জানানো হল, আমরা দুঃখিত, মেসেজ পাঠানো যাচ্ছেনা।
স্বাভাবিকভাবেই তোলপাড় পড়ে গিয়েছে গ্রাহকদের মধ্যে।
Comments