top of page

নাগরিকত্ব নিয়ে আলোচনার মধ্যে ট্রাম্প জানালেন, সবক্ষেত্রেই দক্ষ কর্মচারীদের এইচ-১বি ভিসা প্রদান করতে আপত্তি নেই তাঁর প্রশাসনের




২২ জানুয়ারি, ২০২৫: হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, শুধু ইঞ্জিনিয়ার নন, সবক্ষেত্রেই দক্ষ কর্মচারীদের এইচ-১বি ভিসা প্রদান করতে আপত্তি নেই তাঁর প্রশাসনের। হোটেলকর্মী হোক বা ওয়াইন বিশেষজ্ঞ - সবক্ষেত্রেই দক্ষ কর্মচারীরা আমেরিকায় এলে তাঁর কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

প্রতি বছর হাজার-হাজার ভারতীয়কে নিয়োগ করে থাকে বিভিন্ন মার্কিন সংস্থা। তার ফলে এইচ-১বি ভিসার ক্ষেত্রে কড়াকড়ি হলে দক্ষ কর্মচারীদের ভারতীয়দের উপরে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। মঙ্গলবার (মার্কিন সময় অনুযায়ী) ওরাকেলের চিফ টেকনিক্যাল অফিসার ল্যারি এলিসন, সফটব্যাঙ্কের সিইও মাসায়োশি সন এবং ওপেন এআই সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, এইচ-১বি ভিসার বিষয়ে তিনি খুব ভালোভাবেই জানেন। কিন্তু তিনি যে বিষয়টা বলতে চাইছেন, সেটা হল যে দক্ষ কর্মচারীদের সেই কর্মসূচির আওতায় আনা হবে। আর সংশ্লিষ্ট দক্ষ কর্মচারী যে কোনও ক্ষেত্রের হতে পারেন বলে জানিয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।

তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার যে নিয়ম ছিল, সেটার ক্ষেত্রে পিছু হটছেন না। আগে বাবা-মা যে দেশের নাগরিক হোক না কেন, সন্তান যদি আমেরিকায় জন্মায়, তাহলে মার্কিন নাগরিকত্ব পাবে। সেই নিয়ম বাতিল করে দেওয়া হচ্ছে ট্রাম্পের আমলে। অপরদিকে ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, আমেরিকা এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে ১৮ হাজার ভারতীয়কে শনাক্ত করা হয়েছে, যাঁরা মার্কিন মুলুকে অবৈধভাবে বসবাস করছেন। এঁদেরকে দেশে ফেরানো হবে। তবে সূত্রের দাবি, এই সংখ্যা আরও বেশি হতে পারে। মার্কিন মুলুকে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রকৃত সংখ্যা এখনও অজানা। ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্র সরকার ভারতীয় নাগরিকদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করতে তাইওয়ান, সৌদি আরব, জাপান, ইজরায়েল এবং অন্যান্য দেশের সঙ্গে একাধিক চুক্তি করেছে। কেন্দ্র আশা করছে, আমেরিকায় ভারতীয় নাগরিকদের জন্য বৈধ অভিবাসনের পথ যেমন স্টুডেন্ট ভিসা এবং দক্ষ কর্মীদের জন্য এইচ-১বি ভিসা প্রোগ্রাম চালু রাখবে।

যে এইচ-১বি ভিসার মূল সুবিধা পান ভারতীয়রা, সেই ভিসার সুবাদে ভারতের প্রতিভাবান কর্মীরা আমেরিকায় গিয়ে কাজ করেন। প্রতি বছর হাজার-হাজার ভারতীয়কে নিয়োগ করে থাকে বিভিন্ন মার্কিন সংস্থা। তার ফলে এইচ-১বি ভিসার ক্ষেত্রে কড়াকড়ি হলে দক্ষ কর্মচারীদের ভারতীয়দের উপরে ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 
 
 

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page