top of page

নিউক্লিয়ার ব্ল্যাকমেলের সামনে, সন্ত্রাসবাদের সামনে মাথা নোয়াবে না ভারত, স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর




১২ মে, ২০২৫: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের সামনে মাথা নোয়াবে না ভারত। স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদীর। 'অপারেশন সিঁদুর নেহাত একটা নাম নয়, এটা দেশের কোটি-কোটি মানুষের মনের কথা। সন্ত্রাসবাদকে জঙ্গিদের প্রতিটি সংগঠন জেনে গিয়েছে যে আমাদের বোন-মেয়েদের মাথা থেকে সিঁদুর মুছে দেওয়ার পরিণতি কী হয়।' জাতির উদ্দেশ্যে ভাষণে সপাটে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বললেন, 'আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না।' জানিয়ে দিলেন, 'এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আজ বুদ্ধপূর্ণিমা, শান্তির পথও যুদ্ধ দিয়ে হয়।'

সোমবার জাতির উদ্দেশে ভাষণে ভারতের প্রধানমন্ত্রী জানান, ‘অপারেশন সিঁদুর’-র মাধ্যমে ভারত ‘নিউ নর্ম্যাল’-র সূচনা করল। আর সেই ‘নিউ নর্ম্যাল’ কী, তা ব্যাখ্যা করে মোদী বলেন, ‘ভারতে জঙ্গি হামলা হলে যোগ্য জবাব দেওয়া হবে। আমরা নিজেদের মতো করে, নিজেদের শর্তে জবাব দিয়েই ছাড়ব। যে যে জায়গা থেকে সন্ত্রাসবাদের মূল ছড়িয়ে পড়েছে, সেখান গিয়েই কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে আগের দিনের মতো আজও নিজেকে জাহির করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সাংবাদিক বৈঠকে বললেন, ‘আমি ভারত ও পাকিস্তানের সংঘর্ষ বন্ধ করেছি।’ ব্যবসা বন্ধ করার কথা জানিয়ে দুই দেশের মধ্যে কার্যত ‘পরমাণু যুদ্ধ’ বন্ধ করেছেন বলে দাবি করেন ট্রাম্প। সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি দুই দেশকেই সংঘর্ষ বন্ধ করার জন্য জানিয়েছিলাম। সংঘর্ষ না থামালে বাণিজ্যের উপর প্রভাব পড়বে।’

এই বিষয়েও আমাদের দেশের প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য হওয়া উচিত বলে মনে হয়। ভারতের সিদ্ধান্তের ক্ষেত্রে আমেরিকা এত বড় ভূমিকা নেওয়ার দাবি করছে কিভাবে তা সঠিক উপায়ে জানানো প্রয়োজন দেশবাসীকে। যদিও বিরোধী দলনেতা এই বিষয়ে আলোচনা চেয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে বিরোধীদের মুখ বন্ধ না করে নরেন্দ্র মোদির উচিত ধৈর্য নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া। সেক্ষেত্রে তিনি কি পদক্ষেপ নিচ্ছেন, সেটাও এখন দেখার বিষয়।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page