top of page

নস্টালজিয়ায় ভেসে গিয়ে জন্মভিটেতে নবরুপে শতবর্ষের স্মারক উন্মোচন করলো ইস্টবেঙ্গল

Writer's picture: The ConveyorThe Conveyor

কলকাতা, ২৩ এপ্রিল: যাঁরা অপার আশায় বুক বেঁধে ক্লাবটি গড়ে তুলেছিলেন, তাঁদের আজ গর্ব করার দিন। একটি ফুটবল ক্লাব গড়ে তুলতে গেলে তো অনুশীলন করার মত ম্যাথ অপরিহার্য। সেই প্রয়োজন মিটিয়েছিল কুমোরটুলি পার্কের এই মাঠটি। শতবর্ষের চৌকাঠ পেরিয়ে আজও স্মৃতিতে উজ্জ্বল শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের জন্মস্থান ও প্রাচীন অনুশীলন মাঠ কুমোরটুলি পার্ক।


শুক্রবার সেই মাঠের সম্মুখে নবরূপে শতবর্ষ স্নারক পুনঃপ্রতিষ্ঠা করলো ইস্টবেঙ্গল ক্লাব। সকলেই প্রায় নস্টালজিক হয়ে পড়েছিলেন। ক্লাব মঞ্চে সম্মাননা জানানো হলো ইস্টবেঙ্গল ক্লাবের বন্ধু সংগঠন We are The Common People কে। সংগঠনের তরফ থেকে সংগঠনের সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত সম্মাননা গ্রহণ করেন।


Edited By

Swarnali Goswami

留言

評等為 0(最高為 5 顆星)。
暫無評等

新增評等

Top Stories

bottom of page