top of page

নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে জুনিয়র ডাক্তারেরা




কলকাতা, ১৮ সেপ্টেম্বর, ২০২৪: মেডিক‍্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা নিয়ে জরুরি বৈঠক করলেন মুখ্য সচিব। পূর্ত দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, ও কয়েকটি এজেন্সিদের নিয়ে বৈঠক করেন তিনি। মুখ্যসচিব স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন, ‘‘রেস্টরুম, টয়লেট এগুলি দ্রুততার সঙ্গে তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডার কপি আপলোড হলে সেগুলি ফলো করতে হবে। স্বাস্থ্য দফতরের কাজে আরও গতি আনতে হবে। সিসিটিভি-এর কাজ দ্রুত শেষ করতে হবে। এছাড়াও এখনও যে অ্যাসেসমেন্টগুলো বাকি রয়েছে সেগুলি দ্রুত শেষ করতে হবে ’

এদিকে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। বুধবার সকালে তাঁরা টাস্ক ফোর্সের বৈঠক চেয়ে মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল পাঠিয়েছিলেন। দুপুরে তার জবাব এসেছে। মুখ্যসচিব নবান্নের সভাঘরে টাস্ক ফোর্সের বৈঠকের ব্যবস্থা করেছেন। প্রসঙ্গত, গতকাল রাতেই জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন, সব দাবি পূরণ না হওয়ায় তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷ কর্মবিরতিও প্রত্যাহার করা হবে না৷ বুধবার নবান্নেও স্টেনোগ্রাফার নিয়ে যাওয়া হয়েছে। বৈঠকের কার্যবিবরণী লেখার কাজ করবেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও নবান্নে বৈঠক চলছে।

আজ মূলত হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নের ওপরেই জোর দিয়ে দাবি জানানো হয়েছে। অন ডিউটি চিকিৎসকদের জন্য শৌচাগার এবং বিশ্রামকক্ষের ব্যবস্থা, পর্যাপ্ত সিসি ক্যামেরা লাগানো, প্রয়োজনীয় নিরাপত্তারক্ষীর বন্দোবস্ত করার কথা বলেছেন জুনিয়র ডাক্তারেরা। এ ছাড়াও, চিকিৎসকদের জন্য ২৪ ঘণ্টা ক্যান্টিন খোলার দাবিও জানানো হয়েছে। হাসপাতালগুলোতে রোগী ‘রেফার’ করা নিয়ে সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা নেই। তাতে নানা সময়ে বিভ্রান্তির সৃষ্টি হয়, তা দূর করারও দাবি জানানো হয়। কলেজের ছাত্র ইউনিয়ের নির্বাচন থেকে শুরু করে রোগী কল্যাণ সমিতিতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখার কথাও বলা হয়েছে। ডাক্তারদের তরফে আরও জানানো হয়েছে, সব ক’টি মেডিক্যাল কলেজে রেসিডেন্ট ডক্টরস’ অ্যাসোসিয়েশনগুলিক স্বীকৃতি দিতে হবে। প্রতিটি মেডিক্যাল কলেজে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন করাতে হবে। এছাড়াও, হাউস স্টাফশিপ নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে। সরকারের তরফে এই দাবিগুলো পূর্ণ হলে বা সদর্থক পদক্ষেপ করা হলেই তাঁরা কাজে ফিরবেন বলে জানিয়েছেন।

অপরদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুরেই আলোচনায় বসেছিল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বৈঠক সূত্রে খবর, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের পক্ষেই মত উঠে এসেছে আলোচনায়। বৃহস্পতিবার এই নিয়ে মন্তব্য করতে পারে কাউন্সিল।

 
 
 

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page