নতুন সংসদ ভবন উদ্বোধনকে স্মরণে রেখে আসছে ৭৫ টাকার কয়েন
২৬ মে: আগামী ২৮ মে, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হবে নতুন সংসদ ভবন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি কিন্তু চলছে জোরকদমে৷ সংসদ ভবনের উদ্বোধনের জন্য বিশেষ ৭৫ টাকার কয়েন আনতে চলেছে কেন্দ্র। নতুন সংসদ ভবন উদ্বোধনের মুহূর্ত স্মরণীয় রাখতে এবং ভারতের স্বাধীনতার ৭৫ বছরের জন্য ৭৫ টাকার কয়েন।
কয়েনে উপরের দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে 'সংসদ সংকুল'। নীচে ইংরেজি হরফে লেখা থাকবে 'PARLIAMENT COMPLEX'। সংসদ ভবনের ঠিক নীচে লেখা থাকবে ‘2023'। সেইসঙ্গে নয়া সংসদ ভবনের ছবি থাকবে। কয়েনের একদিকে থাকবে অশোকস্তম্ভের সিংহ৷ তার নীচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’ এবং ৭৫ সংখ্যা৷ তার একপাশে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘ভারত’, অন্যপাশে ইংলিশে ‘ইন্ডিয়া’৷ সেইসঙ্গে রুপির চিহ্ন থাকবে বিশেষ কয়েনে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪৪ মিলিমিটার ব্যাসার্ধের কয়েনটির ধার বরাবর ২০০টি দাগ থাকছে৷ ওই বিশেষ কয়েনে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তার সংমিশ্রণ থাকবে। ভারতীয় সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী, ওই ৭৫ টাকার কয়েন ওজন হবে মোটামুটি ৩৫ গ্রাম (৩৪.৬৫ গ্রাম থেকে ৩৫.৩৫ গ্রামের মধ্যে)। কয়েনটি ভারতের গণতান্ত্রিক সংস্কৃতিকে তুলে ধরবে।
উল্লেখ্য, নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ২৫ টির মতো রাজনৈতিক দল এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে প্রায় ২০ টি বিরোধী দল অনুষ্ঠানটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন কেন হচ্ছে তাই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল, আপ, কংগ্রেস, বাম, সমাজবাদী পার্টি সহ ২০টি বিরোধী দল। সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণই জানানো হয়নি। তাই ওই দলগুলি অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
Comments