নজির গড়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী
৯ জুন, ২০২৪: জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ব্যক্তি হিসেবে টানা তিনবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার নজির গড়লেন নরেন্দ্র মোদী। রবিবার ঠিক সন্ধ্যা ৭ টা ২৩ মিনিট ২১ সেকেন্ডে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তবে ২০১৪ সাল এবং ২০১৯ সালের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারেনি বিজেপি। এবার লোকসভা নির্বাচনে ২৪০টি আসন পেয়েছে তারা।
দেশ বিদেশের অতিথিদের সামনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল রাষ্ট্রপতি ভবন। মোদির শপথ পাঠের আগেই তৃতীয়বারের মন্ত্রিসভার সম্ভাব্য মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের সঙ্গে এদিন চা চক্রে দেখা করেন মোদি। নরেন্দ্র মোদীর শপথগ্রহনের পর একে একে শপথ নিলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার ৩০ জন পূর্ণমন্ত্রী এবং ৪১ জন প্রতিমন্ত্রী (পাঁচ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত-সহ)। বাংলা থেকে রাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ মোট ৭২ জন শপথগ্রহণ করলেন। তবে কে কোন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন, তা এখনও জানানো হল না। পাঁচ জন পূর্ণমন্ত্রী এবং ছ’জন প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয়েছে এনডিএর সহযোগী দলগুলিকে।
নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল একাধিক দেশের রাষ্ট্রপ্রধানকে। শপথপাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৮ হাজারের বেশি মানুষ, যার মধ্যে ৭ রাষ্ট্রনেতা! মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনৌত, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু,শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে,নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’, আফ্রিকার সেশেলজের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আতিফ এবং অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে। রাষ্ট্রপতি ভবনে মোদি ও অন্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে হাজির হয়েছেন দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা। এদিনের অনুষ্ঠানে নজর কেড়েছেন বলিউড তারকা ও শিল্পপতিরাও। বলিউডের বাদশা, কিং খান শাহরুখ হাজির ছিলেন অনুষ্ঠানে। বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানিরাও হাজির ছিলেন।। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, অনিল কাপুর, রাজকুমার হিরানি, বিক্রান্ত ম্যাসি প্রমুখেরাও উপস্থিত ছিলেন আজ শপথগ্রহণ অনুষ্ঠানে।
Comments