দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ রেখা গুপ্তা এবং তাঁর মন্ত্রিসভার ৬ সদস্যের

২০ ফেব্রুয়ারি, ২০২৫: ২৭ বছর পরে ফের দিল্লিতে ক্ষমতাসীন বিজেপি। বৃহস্পতিবার দুপুরে রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং তাঁর মন্ত্রিসভার ছ’জন সদস্য, উপরাজ্যপাল ভিকে সক্সেনার কাছে শপথবাক্য পাঠ করলেন। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রবেশ সাহিব সিং বর্মা, আশিস সুদ, মনজিন্দর সিং সিরসা, রবিন্দর ইন্দ্ররাজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিং। প্রসঙ্গত, সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, আতিশী মার্লেনার পরে দিল্লির চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হলেন রেখা। শালীমার বাগ আসন থেকে প্রথম বার বিধায়ক হলেও দিল্লির পুরভোটে টানা তিন বার জিতেছেন রেখা।
সাংবিধানিক বিধি অনুযায়ী, বিধানসভার বিধায়ক সংখ্যার মধ্যে মোট ১৫ শতাংশ মন্ত্রী হতে পারেন। ৭০ সদস্যের দিল্লি বিধানসভায় রেখাকে নিয়ে ১১ জনের মন্ত্রিসভা গঠিত হওয়ার সুযোগ আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও (ব্যতিক্রম যোগী আদিত্যনাথ) ছিলেন মন্ত্রিসভার শপথে। এ ছাড়া প্রায় ৩০ হাজার আমজনতার ভিড় হয়েছিল রামলীলা ময়দানে। যাঁদের বড় অংশ ‘কেজরীর ভোটব্যাঙ্ক’ হিসাবে পরিচিত মহিলা এবং বস্তিবাসীরা। ছিলেন বহু সংখ্যালঘুও।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে একেবারে ‘তৃণমূল স্তর থেকে উঠে আসা’ নেত্রী হিসাবে বর্ণনা করেছেন এবং আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে তিনি ‘পূর্ণ উদ্যমে’ জাতীয় রাজধানীর উন্নয়নে কাজ করবেন। রামলীলা ময়দানের অনুষ্ঠানে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপি বিধায়কদেরও অভিনন্দন জানিয়াছেন প্ৰধানমন্ত্ৰী।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালেই মহিলাদের জন্য বড় ঘোষণা করলেন রেখা গুপ্তা। মহিলা সমৃদ্ধি যোজনার অধীনে দিল্লির মহিলারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন বলে জানিয়েছেন তিনি। ৮ মার্চ থেকেই এই টাকা দিল্লির মহিলারা পাবেন বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী রেখা দিল্লির 'শিশমহলে' থাকবেন না বলে জানিয়েছেন।
コメント