top of page

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আগামীকাল শপথগ্রহণ




১৯ ফেব্রুয়ারি, ২০২৫: দিল্লির মুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপির কেন্দ্রীয় কমিটি। বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের সামনে পরিষদীয় দলের প্রধান হিসাবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তার নাম ঘোষণা করা হয়। এর আগে, দিল্লিতে মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে, সুষা স্বরাজ, শীলা দীক্ষিত, অতিশীর দায়িত্বভার সামলেছেন। এবার ফের একবার দিল্লি পেল মহিলা মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বুধবার সকালে বিজেপির সর্বোচ্চ নীতিনির্ধারক মঞ্চ ‘সংসদীয় বোর্ডের’ বৈঠক হয়। তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে নরেন্দ্র মোদী-অমিত শাহের দল কিছুই জানায়নি। পরে সন্ধ্যায় পরিষদীয় দলের বৈঠকে নবনির্বাচিত বিধায়কদের সামনে আনুষ্ঠানিক ভাবে নাম ঘোষণা করেন দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক। রাত পোহালেই রেখা গুপ্তা নেবেন শপথ। দিল্লির রামলীলা ময়দানে বৃহস্পতিবার ১২ টায় রয়েছে রেখা গুপ্তার মুখ্যমন্ত্রী পদে শপথ অনুষ্ঠান। উল্লেখ্য, এবারের ভোটে প্রথমবার বিধায়ক হয়েছেন রেখা গুপ্তা।





পেশাগতভাবে তিনি আইনজীবী। দিল্লিতে ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন ৫০ বছরের রেখা গুপ্তা। এই প্রথম বিজেপি শাসিত রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা। আরএসএসের কর্মী ছিলেন দীর্ঘদিন। প্রার্থী হিসেবে তাঁর নাম এসেছিল আরএসএস থেকেই। দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে প্রায় ৩০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন। হরিয়ানার ভূমিকন্যা রেখা। বাবা ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page