দোল ও হোলিতে শহরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা

কলকাতা, ১৩ মার্চ, ২০২৫: আগামীকাল দোল। রয়েছে হোলি উৎসবও। দোল ও হোলিতে মদ্যপান করার পর জলাশয় নেমে কেউ স্নান করতে পারবে না, দোলের আগে কড়া বার্তা লালবাজারের। শুক্রবার ও শনিবার কলকাতার অন্তত ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে পুলিশ। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এমনকী দোলের দিন মদ্যপান করে এলাকার পুকুর বা জলাশয়ে যাতে কেউ না নামেন তার জন্য স্থানীয় ক্লাবগুলিকেও সতর্ক করেছে পুলিশ।
সূত্রের খবর, দোলের আগে থেকে থানার তরফ মাইকিং করা হচ্ছে। এ ছাড়াও দোল ও হোলির দিন কোনও ছোটখাটো গোলমালের খবর পেলে যাতে খুব তাড়াতাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। অলিগলিতে টহল দিতে তৈরি রয়েছে পুলিশের বাইক বাহিনীও। পুলিশের উপর হামলা এবং বচসা করলে সরাসরি লকআপে ঢুকিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লালবাজারকে প্রত্যেক মুহূর্তের আপডেট দিতে হবে স্থানীয় থানাগুলিকে। বহুতলের ছাদ বা বারান্দা থেকে পথচারীদের দিকে রং, জলভর্তি বেলুন ছুঁড়লে পুলিশ পদক্ষেপ করবে। রাস্তার কুকুরদের শরীরে রং লাগানো যাবে না।
শহরজুড়ে মোতায়েন করা হচ্ছে প্রায় ২১০০০ পুলিশ। রাস্তায় থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার এবং ডিসি পদমর্যাদার পুলিশ অফিসাররাও। একশোর বেশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে পুলিশ পিকেট। এ ছাড়াও শহরজুড়ে টহল দেবে ৫৮টি পিপিআর ভ্যান। পুলিশের বাইক টহল দেবে। এর মধ্যে যেমন রয়েছে গঙ্গার ঘাট, তেমনই রয়েছে বিভিন্ন দিঘি ও জলাশয়ের ঘাটও। ৬৬টি ঘাটে থাকছে কড়া নজরদারি। এর মধ্যে অন্তত ৪৪টি ঘাটে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।
Comments