top of page

দীর্ঘ ৪১ বছর পর ফের মহাকাশে ভারতীয় নভশ্চর ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

ree

২৫ জুন, ২০২৫: নির্ধারিত সূচি মেনে বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক বেলা ১২টা ১ মিনিটে শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিল স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’। ৪১ বছর পর মহাকাশে রওনা হলেন দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। বুধবার স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে 'অ্যাক্সিয়ম-৪’ সফলভাবে উৎক্ষেপণ হয়েছে৷

আপাতত তাঁদের মহাকাশযান প্রায় ২০০ কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। সেখান থেকেই পৃথিবীর উদ্দেশে প্রথম বার্তা দিলেন শুভাংশু। বললেন, "দারুণ সফর!" উচ্ছ্বসিত গলায় বলেন, ‘‘সকল দেশবাসীকে নমস্কার। অসাধারণ সফর ছিল! ৪১ বছর পর ভারত আবার মহাকাশে পা রাখল। এই মুহূর্তে আমরা সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছি। আমার কাঁধে ভারতের তেরঙা পতাকা রয়েছে। এই পতাকাই আমাকে বলে দিচ্ছে যে আমি আপনাদের সঙ্গেই রয়েছি!’’ শুভাংশু বলেন, ‘‘আমি চাই আগামীর এই অভিযানে ভারতের সব মানুষ অন্তর থেকে শামিল হোন।’’ এই যাত্রাপথে শুভাংশু বেছে নিয়েছে শাহরুখ খানের 'স্বদেশ' সিনেমার জনপ্রিয় গান 'ইউ হি চলাচল…৷' আশুতোষ গোয়ারিকর পরিচালিত, শাহরুখ খান অভিনীত ২০০৪ সালে মুক্তি পাওয়া এই গান শুভাংশুকে মহাকাশ যাত্রায় অনুপ্রাণিত করেছে ৷ কৈলাশ খের এবং হরিহরনের গাওয়া এই গান তাঁর বিশেষ পছন্দের। আর এই সফরের শুরুতে শুভাংশুকে উদ্বুদ্ধ করেছেন স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খান ৷


ree

অ্যাক্সিয়ম স্পেস উৎক্ষেপণের দিনের প্লে লিস্টের এক ঝলক শেয়ার করেছে ৷ যেখানে দেখা গিয়েছে শুভাংশু-সহ বাকিরা এই যাত্রাপথে কোন কোন গান বেছে নিয়েছেন। মহাকাশচারীরা প্রায়শই রকেটে উৎক্ষেপণের আগে গান শোনেন, এমনই শোনা যায়৷ যাতে মন শান্ত থাকে আর মনোযোগ বাড়ে। মিশন কমান্ডার এবং অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন মহাকাশ যাত্রায় বেছে নিয়েছেন ইমাজিন ড্রাগনস- এর 'থান্ডার' গান ৷ অন্যদিকে, পোল্যান্ডের স্লাওজ উজনানস্কি বেছে নিয়েছেন পোলিশ ট্র্যাক সুপ্রিমোস। হাঙ্গেরির টিবোর কাপুস এই সফরে শোনার জন্য বেছে নিয়েছেন হাঙ্গেরীয় গান 'বুভোহেলি।'

এদিকে পৃথিবী থেকে ৪০০ কিমি দূরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও শুভাংশুর সঙ্গী হলো মায়ের রান্না। জানা গিয়েছে, মহাকাশে হালুয়া-সহ একাধিক খাবার নিয়ে গিয়েছেন শুভাংশু শুক্লা। তাঁর স্পেস মেনুর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খাবার হচ্ছে শুভাংশুর প্রিয় মালিহাবাদি আম দিয়ে তৈরি ‘আমরস’। যা নাসা এবং অক্সিওমের দেওয়া নিয়মাবলী মেনেই বানিয়েছেন তাঁর মা আশা শুক্লা। লখনউয়ের বাসিন্দা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তাঁর পরিবার জানিয়েছে, ছোট থেকেই স্বল্পভাষী, ব্রিলিয়ান্ট, লাজুক স্বভাবের ছেলেটির দারুণ পছন্দের ফল আম।

শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘শুভাংশু শুক্লই প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখবেন। তিনি নিজের কাঁধে ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষার ভার বহন করছেন।’’ ১৪ দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল চার নভশ্চরকে। সে জন্য গত এক মাস ধরে চার জনকেই থাকতে হয়েছিল কোয়ারেন্টাইনে। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page