দ্বিতীয়বারের জন্য লোকসভার স্পিকার নির্বাচিত ওম বিড়লা
২৬ জুন, ২০২৪: আশানুরূপ ভাবেই লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এনডিএ-র প্রার্থী ওম বিড়লা। আজ ধ্বনিভোটেই স্পিকার নির্বাচিত হন ওম বিড়লা। দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন তিনি। স্পিকার পদে তাঁর বিরুদ্ধে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান রাজস্থানের সাংসদ ওমই। টানা দু বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম জাখরের নজির ছুঁলেন ওম বিড়লা৷
আজ লোকসভার স্পিকার হিসেবে ওম বিড়লার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘স্বাধীনতার ৭০ বছরে যে কাজগুলো হয়নি, তা আপনার সভাপতিত্বে এই হাউসের মাধ্যমে সম্ভব হয়েছে। তিনি বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী যে অষ্টাদশ লোকসভাও আপনার সভাপতিত্বে নতুন মাইলফলক ছোঁবে।’ ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, ‘আমি আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। এবার, বিরোধী দল গতবারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শক্তিশালী। বিরোধীরা আপনার কাজে সাহায্য করতে চাইবে।' সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও গিয়ে ওম বিড়লাকে শুভেচ্ছা জানান।
আজ বিজেপি সাংসদ ওম বিড়লাকে স্পিকার হিসাবে নির্বাচন করার জন্য লোকসভায় মোশন আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিভিশন চায়নি বিরোধীরা। তবে স্পিকার পদে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকে সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হলেও ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর দেখা গেল সৌজন্যের ছবি৷
লোকসভার স্পিকার নির্বাচনের পর ওম বিড়লাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, তৃতীয়বার সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বক্তৃতা দিলেন মোদী।
Comentarios