top of page

দিনভর বাংলাদেশের নাটকীয় পট পরিবর্তন, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

Writer: The ConveyorThe Conveyor



কলকাতা, ৫ অগাস্ট, ২০২৪: গণঅভ্যুত্থান বাংলাদেশে। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেষ হাসিনা। দেশ ছেড়েছেন তিনি। ভারতে আশ্রয় নিয়েছেন। হাসিনার 'গণভবন' দখল করেছেন বিক্ষোভকারীরা। ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসি ওয়ার্ল্ডকে জানিয়েছেন রাজনীতিতে ফিরছেন না শেখ হাসিনা। তিনি এ-ও জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা হতাশ।

অপরদিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিগাজ়িয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। ক দলের নেতা, বিশিষ্টদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মহম্মদ সাহবুদ্দিন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, জাতীয় সংসদ ভেঙে অন্তর্বর্তিকালীন সরকার গঠন করা হবে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করবে সেনা। জেলবন্দি বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তির নির্দেশ রাষ্ট্রপতির। মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কার্ফু জারি থাকবে বাংলাদেশে। মঙ্গলবার থেকে খোলা হবে স্কুল, কলেজ, দফতর, কলকারাখানা। এমনটাই জানিয়েছে আইএসপিআর।

এদিকে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন হাসিনার সঙ্গে। পরিস্থিতি বুঝে ডোভাল রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশমন্ত্রীর সঙ্গে সংসদে আলাদা করে কথা বলেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীও।

সোমবার সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘শান্ত থাকুন। উস্কানিমূলক কথা ছড়াবেন না।’’ জানালেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা বলবে, তা-ই করবে রাজ্য। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকেও এমনটাই নির্দেশ দিয়েছেন মমতা। বৈঠকেও বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের কোনও রকম মন্তব্য করতে বারণ করেছেন তিনি।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page