top of page

ট্যাব-কাণ্ডে বরখাস্ত এক শিক্ষক




কলকাতা, ২৭ নভেম্বর, ২০২৪: চাকরি গেল মালদহের এক শিক্ষকের। পূর্ব বর্ধমানে কর্মরত চুক্তিভিত্তিক এক স্কুল শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত। ট্যাব-কাণ্ডে এবার শাস্তিমূলক পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দফতর। ট্যাব-কাণ্ডে জড়িত থাকার সন্দেহে শুরু থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নাম উঠে আসছিল তদন্তে। সেই শিক্ষক-শিক্ষাকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করা শুরু করল শিক্ষা দফতর।

চুক্তির ভিত্তিতে বৈষ্ণবনগর থানা এলাকার ভগবানপুর কেবিএস উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার পড়াতেন ওই শিক্ষক। শিক্ষা দফতর সূত্রে খবর, চাকরি যাওয়া শিক্ষকের নাম রকি শেখ। তাঁর বাড়ি মালদহে। ট্যাবের টাকা গায়েবের ঘটনায় ওই চুক্তিভিত্তিক স্কুল শিক্ষকের নাম তদন্তে উঠে এসেছে। তারপরেই বরখাস্ত করার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দফতরের। ট্যাব-কাণ্ডে তাঁকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এ বার তাঁকে বরখাস্ত করল শিক্ষা দফতর। বরখাস্তের নোটিস রকির স্কুলেও পাঠানো হয়েছে বলে খবর। বরখাস্তের চিঠিও পাঠানো হয়েছে পূর্ব বর্ধমান জেলাকে। ২০২১ সাল থেকে ওই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণির কম্পিউটার ক্লাস নিতেন রকি। এলাকায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রও ছিল রকির।

তদন্তে আরও কয়েকজন শিক্ষক-শিক্ষিকার নাম উঠে এসেছে। তালিকায় থাকা শিক্ষক- শিক্ষকদের ব্যাপারেও পুলিশি তদন্ত থেকে কী কী উঠে এল তার তথ্য চেয়েছে রাজ্য পুলিশের থেকে স্কুল শিক্ষা দফতর। রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্কুল শিক্ষা দফতর বলেই সূত্রের খবর। রাজ্য পুলিশকে দ্রুত রিপোর্ট দিতে বলেছে স্কুল শিক্ষা দফতর। তাঁদের সকলের বিরুদ্ধেই শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

 
 
 

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page